• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

‘দিল দোস্তি অউর ডগস’

জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক ভিরাল শাহ পরিচালিত এই ছবিতে, নীনা গুপ্তার মতো দক্ষ শিল্পী রয়েছেন। ‘দিল দোস্তি অউর ডগস’, ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে জিও হটস্টারে স্ট্রিম হচ্ছে।

ফাইল চিত্র

নীনা গুপ্তা এবং শরদ কেলকার অভিনীত ‘দিল দোস্তি অউর ডগস’, প্রেম, নিরাময় এবং দ্বিতীয় সুযোগের অপেক্ষার একটি মর্মস্পর্শী আখ্যান।

‘দিল দোস্তি অউর ডগস’-এর লক্ষ্য হল মানুষ এবং তাদের প্রিয় কুকুরের মধ্যেকার গভীর মানসিক বন্ধনকে খুঁজে বের করা। জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক ভিরাল শাহ পরিচালিত এই ছবিতে, নীনা গুপ্তার মতো দক্ষ শিল্পী রয়েছেন। ‘দিল দোস্তি অউর ডগস’, ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে জিও হটস্টারে স্ট্রিম হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement