বৃহস্পতিবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মোট সাতটি বাজি। প্রধান বাজি ২০২৪-২০২৫ সালের শেষ ক্লাসিক ২৮০০ মিটারের সেন্ট লেজার। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) খারাপ আবহাওয়ার জন্য রেস বাতিল হওয়ায় তা আজ বৃহস্পতিবার হবে। কলকাতা সেন্ট লেজারে মাত্র চারটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হওয়া উচিত রাইজ অ্যান্ড রিজন এবং লেডি সানসাইনের মধ্যে। ১৬০০ মিটারের গভরনর্স কাপের বাজিতে ‘এ স্টার ইজ বর্ন’ ঘোড়াটির জেতার সম্ভাবনা উজ্জ্বল।
মতামত
প্রথম বাজি— দুপুর ১টা ৪৫ মি., টরটিলা ক্লিপ ১, আই স্মেল দ্য ডেঞ্জার ২, স্পোর্টিং ট্রেনার ৩
দ্বিতীয় বাজি— ২.১৫ মি., র্যা পসোডি ইজ গ্রিন ১, সাবার ২, মাল্টিস্টারার ৩
তৃতীয় বাজি— ২.৪৫ মি., সেনসেশনাল ১, নরওয়েন উড ২, ইন টু দ্য স্ট্রম ৩
চতুর্থ বাজি— ৩.১৫ মি., ইলানোরা ১, সি ল্যাকিং ২, গালওয়ে গার্ল ৩
পঞ্চম বাজি— ৩.৪৫ মি., এস্টার ইজ বর্ন ১, ভিনসেন্ট ভ্যানগগ ২, স্টকব্রিজ ৩
ষষ্ঠ বজি— ৪.১৫ মি., রাইজ অ্যান্ড রিজন ১, লেডি সানসাইন ২, নমিস্তি ৩
সপ্তম বাজি— ৪.৪৫ মি., দ্য প্রেজেন্স ১, তৌসেন্ট ২, ভ্যানিনো ৩
দিনের সেরা— এস্টার ইজ বর্ন
Advertisement
Advertisement
Advertisement



