মহাকুম্ভে বড় দুর্ঘটনা এড়ানো গেল। সোমবার, সঙ্গমের কাছে পুণ্যার্থী ভর্তি একটি নৌকা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নৌকাটি ডুবতে শুরু করে। মোট ১৭ জন ভক্ত তাতে ছিলেন। ভক্তদের আর্তনাদ শুনে, কর্তব্যরত এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা তৎপরতা দেখান। সবাইকে উদ্ধার করে নিরাপদে বের করে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। সকলেই উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানয়েছেন।
প্রতিদিন, লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন। এনডিআরএফ জানিয়েছে, সোমবার ১৭ জন যাত্রী বহনকারী একটি নৌকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গঙ্গা নদীতে ডুবে যায়। অবশ্য উদ্ধারকর্মীরা সবাইকে নিরাপদে উদ্ধার করেছেন। এনডিআরএফের এক বিবৃতি অনুসারে, এনডিআরএফের উদ্ধারকর্মীরা ৯ জন ভক্তকে নিরাপদে উদ্ধার করেছেন এবং এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলি ৮ জন ভক্তকে বাঁচিয়েছে।
Advertisement
এর আগে ২৫ জানুয়ারি, শনিবার সঙ্গমের কিলা ঘাটেও একটি দুর্ঘটনা ঘটেছিল। মহাকুম্ভে স্নান করার সময় ভক্তদের নৌকাটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উল্টে যায়। নৌকায় ১০ জন লোক ছিলেন। এনডিআরেএফের দল নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত ভক্তদের নিরাপদে উদ্ধার করে।
Advertisement
Advertisement



