• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

ক্যাকটাসের নতুন অ্যালবাম ‘শেষ পাওয়া খবরে’

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবুদ্ধ ব্যানার্জি, অমিত দত্ত, রূপম ইসলাম, চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য, অনুপম রায়, গাবু প্রমুখ।

কেউ লিখেছেন সেই পুরনো গানের চেনা গন্ধ সাথে সুন্দর এক্সপেরিমেন্ট, কেউ লিখেছেন অসাধারণ অ্যালবাম, কেউ লিখেছেন ফিরবেনা সেকি ফিরবেনা থেকে আমি ফিরছি বাড়ি, মাঝে বত্রিশ বছর পার, কারোর কাছে ছোটবেলা ফিরে পাওয়া, ক্যাকটাসের অফিসিয়াল ইউটিউবে অনুরাগীদের বার্তায় ভরে উঠেছে। উপলক্ষ্য ক্যাকটাসের নতুন অ্যালবাম প্রকাশ, ‘শেষ পাওয়া খবরে’। তিনটে নতুন গান আমি ফিরছি বাড়ি, আরো একটু রঙ, তোকে ছাড়া পারবোনা। গানের কথা সিধুর, সুর ক্যাকটাসের। গানের মূল দুই কন্ঠশিল্পী সিধু ও পটা।

‘মাঝে বেশ কিছু সিঙ্গেলস প্রকাশ পেলেও তিনটে নতুন গানের অ্যালবাম বেশ কিছু বছর পর প্রকাশ পেল। অল্টারনেটিভ সাইকেডেলিক রক— যেটা ক্যাকটাস এর প্রিয় সাঙ্গীতিক ধারা, নতুন গান গুলো তেমনই সুর আর মিউজিক দিয়ে সাজানো হয়েছে। গানের কথায় কখনও উঠে এসেছে নাগরিক জীবনের বিচ্ছিন্নতা, কখনও প্রায় হারিয়ে যাওয়া সম্পর্কের শেষ মাধুর্য-কে খুঁজে পাওয়া কিম্বা আত্মসমর্পণ!’ বললেন সিধু ও পটা।

Advertisement

এদিন অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা যেমন প্রবুদ্ধ ব্যানার্জি, অমিত দত্ত, রূপম ইসলাম, চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য, অনুপম রায়, গাবু প্রমুখ। এর আগের অ্যালবাম ‘তবুও ঠিক আছে’ মুক্তি পেয়েছিল ২০১৯ এ। পরের কিছু সিঙ্গেলস যথাক্রমে ছিঃ ছিঃ ছিঃ (২০২১), ভালো থেকো (রিক্রিয়েটেড) ২০২২, খোদা জানে না (২০২৩), লাশকাটা ঘরে (রিক্রিয়েটেড) ২০২৪। এবার আবার নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের উপহার দিলেন টিম ক্যাকটাস।

Advertisement

Advertisement