• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

গুণমান পরীক্ষায় ফেল ৮৪টি ওষুধ বিকোচ্ছে বাজারে

ওষুধগুলি রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক

প্রতীকী চিত্র

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি— অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস-সহ মোট ৮৪টি রোগ নিয়ন্ত্রক ওষুধ যা দোকানে বিকোচ্ছে তা কি আদৌ নিরাপদ? কারণ ওষুধের গুণমান নিয়ে এবার প্রশ্ন তুলে দিল খোদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট। ওষুধের পরীক্ষার পর রীতিমতো সতর্কতা জারি করে জানানো হয়েছে, অ্যাসিডিটি, কোলেস্টরল ও ডায়াবেটিসের ৮৪টি ওষুধ রীতিমত বিপজ্জনক। বিভিন্ন রোগের মোকাবিলায় বাজারে যে সব ওষুধ বিক্রি করা হয় নিয়মিত তার পরীক্ষা চালায় কেন্দ্রীয় সংস্থা সিডিএসসিও। সেই ওষুধের বিভিন্ন নমুনা পরীক্ষা করে ডিসেম্বর মাসে যে রিপোর্ট তারা জমা দিয়েছে, সেই রিপোর্ট এবার প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস ও জীবাণু ঘটিত রোগের মোকাবিলায় বাজারে বিক্রি হওয়া ৮৪টি ওষুধ শরীরের পক্ষে আদৌ নিরাপদ নয়।

ওষুধগুলি রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। কারণ এই ওষুধগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। ইতিমধ্যেই এই ওষুধগুলি দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ওষুধ রপ্তানি করা যাবে না বলেও সাফ জানিয়েছে সিডিএসসিও। যদিও এই ৮৪টি ওষুধের তালিকায় ঠিক কোন কোন সংস্থার ওষুধ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। স্বাভাবিকভাবে এই রিপোর্ট প্রকাশ্যে আসতে হইচই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে ৫৩টি ওষুধ সিডিএসসিও-র গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। যেখানে প্যারাসিটামল ছাড়াও ছিল ক্ল্যাভাম ৬২৫ এর মতো পরিচিত অ্যান্টিবায়োটিক এবং প্যান ডি-র মত বহুল ব্যবহৃত হজমের ওষুধও।
ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধও ছিল বিপজ্জনকের তালিকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বহুল জনপ্রিয় সব ওষুধ যদি গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য কতখানি নিরাপদ?

Advertisement

Advertisement