• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিমানে ভাঙা আসনে বসার ব্যবস্থা, গর্জে উঠলেন শিবরাজ সিং চৌহান

ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া

প্রতিনিধিত্বমূলক চিত্র

মোদী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী তিনি। তাঁর জন্য কি না বিমানে বরাদ্দ করা হয়েছে ভাঙা আসন ?  এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সমাজ মাধ্যমে এই নিয়ে একটি পোস্টও শেয়ার করেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স।’

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভোপাল থেকে দিল্লি যাচ্ছিলেন। দিল্লিতে ‘কিষান মেলা’র উদ্বোধন করতে যাচ্ছিলেন শিবরাজ সিং চৌহান। তারপর তাঁর কৃষকদের সঙ্গে একটি বৈঠকও ছিল। সেই কারণেই ভোপাল থেকে বিমানে ওঠেন তিনি। আর বিমানে উঠেই মেজাজ হারান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের পরিষেবায় ক্ষুব্ধ মন্ত্রী সমাজ মাধ্যমে অভিযোগ করে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর যাবতীয় ক্ষোভ উগরে দেন। শিবরাজ সিং চৌহানের অভিযোগ, গোটা যাত্রাপথে তাঁকে ভাঙা চেয়ারে বসতে হয়েছে। বিষয়টি বিমান সেবিকাদের জানালেও কোনও সুরাহা হয়নি। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘৮সি সিট আমাকে দেওয়া হয়েছিল। বসতে গিয়ে দেখি চেয়ার ভাঙা। তবে শুধু আমার নয়, আরও অনেকের সিট ভাঙা ছিল। বিষয়টি বিমান সেবিকাদের জানালে তাঁরা বলেন, সিট সম্পর্কে আগে থেকে বলা হলেও টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁরা দুঃখিত।’ 

কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন, অন্য যাত্রীরা তাঁকে সিট বদল করতে অনুরোধ করলেও তিনি তা করেননি। তিনি চাননি, তাঁর জন্য অন্যদের সমস্যা হোক। মন্ত্রীর বক্তব্য, ‘আমি ভেবেছিলাম টাটা-গ্রুপ এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর তাঁদের পরিষেবা আরও উন্নত হয়েছে। কিন্তু এখন দেখছি আমি ভুল জানতাম।’  তিনি জানিয়েছেন কষ্ট করে দেড় ঘণ্টার যাত্রাপথ তাঁকে ভাঙা সিটে বসেই পাড়ি দিতে হয়।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, যখন যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়া হয়, তখন তাদের খারাপ ও অস্বস্তিকর আসনে বসানো কী ন্যায়সঙ্গত ? তিনি দাবি করেন যে এয়ার ইন্ডিয়ার উচিত এই ধরনের অবহেলা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়া। শিবরাজ বলেন, তাঁকে খারাপ সিটে বসতে হয়েছে এটা বিষয় নয়। সাধারণ যাত্রীদের রোজ এমন পরিস্থিতির মুখে পড়তে হয় বলে তাঁর আরও খারাপ লাগছে। 

Advertisement

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সমাজ মাধ্যমে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর পর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয়। এয়ার ইন্ডিয়া তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জবাবে লেখে, ‘আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন যে আমরা এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।’

Advertisement