• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

টাইমলেস সোনু

ভ্যালেন্টাইনস্ ডে এর আগে গানে, গানে শহর কলকাতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে গেলেন রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগম।

ভালোবাসার আগুন জ্বালিয়ে শ্রোতাদের মন ভরালেন সোনু নিগম। কখনো ম্যায় শায়র তো নেহিঁ থেকে তুমকো পায়া হ্যায় তো য্যায়সে খোয়া হুঁ, কখনো বা মুন ওয়াক, কখনো বা মহিলা কন্ঠের গানেও নিজে গাওয়া ( আজ কি রাত হোনা হ্যায় ক্যায়া ) শুরুর মহিলা কন্ঠ শিল্পীর অংশটাও নিজে গেয়ে দেন সোনু স্বয়ং। ছিল বিজুরিয়া থেকে দেশ ভক্তির গান সন্দেশে আতে হ্যায়। গানের ডালিতে নানা রঙের গানের সুরেলা উপহার। অ্যাকুয়াটিকার ভরা মাঠে তখন শুধুই সোনু ম্যাজিকে বুঁদ শ্রোতারা।

মাঝে বাংলায় গেয়ে উঠলেন বলো পিয়া বলো, কিশোর কুমারের মেরে স্বপনো কি রাণী, তুমসে মিলকে দিলকা, দিওয়ানা ম্যায় হুঁ দিওয়ানা তেরা… একের পর এক টানা দু’ঘন্টার বেশি সময় ধরে মঞ্চ মাতিয়ে রাখলেন সোনু। মঞ্চ ছাড়ার আগে গানে, গানে বলে গেলেন আবার ফিরে আসবেন এই শহরের গান পাগল শ্রোতাদের কাছে, ‘কভি আলভিদা না ক্যাহনা’ এর সুরের রেশ ধরে। সামনে আসছে প্রেমের দিন। ভ্যালেন্টাইনস্ ডে এর আগে গানে, গানে শহর কলকাতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে গেলেন রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগম। আয়োজনে ছিলেন বেঙ্গল ওয়েব সলিউশন ও হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড।

Advertisement

Advertisement

Advertisement