• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

আজ বিকেলে শুরু হচ্ছে মুম্বই ঘোড়দৌড়

শেষের চারটি বাজি ফ্লাড লাইটে হবে

বৃহস্পতিবার মুম্বই ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। রেস শুরু হবে বিকেল পাঁচটায়। শেষ হবে রাত সাড়ে সাতটায়। মূল বাজি বেঙ্গালুরু টার্ফ ক্লাব ট্রফি। প্রথম শ্রেণির মাত্র পাঁচটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ড্রিম অ্যালায়েন্স এবং চার্লির মধ্যে। শেষের চারটি বাজি ফ্লাড লাইটে হবে।

মতামত
প্রথম বাজি— বিকেল ৫.০০টা, অ্যাঞ্জেলো ১, ট্রিট ২, আলটিমো ৩
দ্বিতীয় বাজি— ৫.৩০ মি., ড্রিম অ্যালায়েন্স ১, চার্লি ২, অ্যালপাইন স্টার ৩
তৃতীয় বাজি— ৬.০০টা, কিংস স্যামবিট ১, কাচিনি ২, অ্যাকুয়ালাস ৩
চতুর্থ বাজি— ৬টা ৩০ মি., আলফা জেনি ১, ব্যালেনো ২, দ্য ফ্লুটিস্ট ৩
পঞ্চম বাজি— ৭.০০টা, সফরেসিস ১, ফ্যাবেল ২, ঈগল ডে ৩
ষষ্ঠ বাজি— ৭.৩০ মি., সামবালা ১, টার্ন এন্ডবার্ন ২, সেলিনি ৩
দিনের সেরা— কিংস স্যামবিট

Advertisement

Advertisement

Advertisement