• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দায়িত্বভার গ্রহণ করেই দেশবাসীকে বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

দেশ গঠনের প্রথম পদক্ষেপ হল ভোট গ্রহণ:জ্ঞানেশ কুমার

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার দায়িত্বভার গ্রহণ করলেন ভারতের নব নিযুক্ত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দায়িত্ব গ্রহণের পরই তিনি বিশেষ বার্তা দিলেন দেশবাসীকে। এদিন তিনি বলেন, ‘দেশ গঠনের প্রথম ধাপ হল ভোট গ্রহণ। অতএব, ভারতের প্রত্যেক নাগরিক, যাঁর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁকে অবশ্যই ভোটার হতে হবে এবং সর্বদা ভোট দিতে হবে। ভারতের সংবিধান, নির্বাচনী আইন, বিধি এবং তাতে জারি করা নির্দেশ অনুসারে, ভারতের নির্বাচন কমিশন সর্বদা ভোটারদের সঙ্গে ছিল, আছে ও থাকবে।’

প্রসঙ্গত জ্ঞানেশ কুমার কেরল ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইএএস অফিসার। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেলের অন্য দুই কমিশনারের চেয়ে সিনিয়র জ্ঞানেশ কুমার। প্যানেলের অন্য কমিশনার হলেন উত্তরাখণ্ড ক্যাডারের অফিসার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। অন্য নবনিযুক্ত নির্বাচন কমিশনার বিবেক যোশী আইন ও বিচার মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে ১৭ ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার। এদিকে, ভারতের ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনকারী রাজীব কুমার মঙ্গলবার বিদায়কালে ভারতের নির্বাচন কমিশনকে “গণতন্ত্রের উপাসনার স্থল” হিসেবে বর্ণনা করেছেন। তিনি নির্বাচন কমিশনের নতুন দায়িত্বভার গ্রহণকারী দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, নতুন দলের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজকের তুলনায় আরও অনেক উঁচুতে উঠবে। পাশাপাশি রাজীব কুমার ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটার ও রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান এবং দেশের সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

এব্যাপারে সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার রাজীব কুমার সংবাদ সংস্থা এএনআই-কে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই ভবনটি গণতন্ত্রের উপাসনাস্থল। কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি গত ৭৫ বছরে একটি ঐতিহ্য সৃষ্টি করেছে। আমি অত্যন্ত আশাবাদী যে, আগামী দিনে এই ঐতিহ্য আরও বৃদ্ধি পাবে।’

Advertisement

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও অক্ষত থাকবে এবং বিশ্বের সামনে আরও সম্মান অর্জন করবে। আমি আশা করি, জনগণ ভারতীয় গণতন্ত্র ও নির্বাচন কমিশন থেকে শিক্ষা নেবে এবং মনে রাখবে। এর জন্য সবচেয়ে বড় অবদান রয়েছে ভোটার ও রাজনৈতিক দলগুলির। সেজন্য আমি সকলকে ও দেশের সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানাই।

Advertisement