কর্তব্যরত ট্রাফিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই বিনয় কয়াল নামে ওই যুবককে আটক করেছে বজবজ থানার পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানা এলাকার চড়িয়াল মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন উত্তমচন্দ্র প্রামাণিক নামে বছর ছত্রিশের ওই ট্রাফিক ভলান্টিয়ার। তখনই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে বিনয়। তারপর স্থানীয়রা যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
Advertisement
অন্যদিকে রক্তাক্ত অবস্থায় উত্তমচন্দ্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বজবজ হাসপাতালে। ঠিক কী কারণে কর্তব্যরত ট্রাফিক ভলান্টিয়ারের উপরে হামলা তা জানতে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



