• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

বিজ্ঞান-কল্পকাহিনী ‘বাইদা’

অভিনেতা সুধাংশু রাই এবার নির্দেশক পুনীত শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম বার, একটি বিজ্ঞান-কল্পকাহিনী ও অতিপ্রাকৃত থ্রিলার মেশানো ছবি করবেন বলে।

অভিনেতা সুধাংশু রাই এবার নির্দেশক পুনীত শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম বার, একটি বিজ্ঞান-কল্পকাহিনী ও অতিপ্রাকৃত থ্রিলার মেশানো ছবি করবেন বলে। ছবির নাম ‘বাইদা’। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা।

টিজারটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান-কল্পকাহিনী এবং প্রাচীন ভারতীয় বিশ্বাসের একটি সংমিশ্রণ রয়েছে ট্রেলারে। ‘বাইদা ‘একটি বিভ্রমের গল্প যেখানে অশুভ শক্তির সঙ্গে লড়াই চলে। সুধাংশু রাইয়ের লেখা অন্যতম জনপ্রিয় গল্পের উপর ভিত্তি করেই এই ছবি নির্মিত হয়েছে। এর একটি বড় অংশ উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং দিল্লির আশেপাশে শ্যুট করা হয়েছে। ‘বাইদা‘-তে অভিনেতা হিতেন তেজওয়ানি এবং সৌরভ রাজ জৈনকে দেখা যাবে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন শোভিত সুজয়, মনীষা রাই এবং আখলাক আহমেদ আজাদ। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ মার্চ।

Advertisement

Advertisement

Advertisement