রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে। বীরেনের পরবর্তী উত্তরসূরি বাছতে ব্যর্থ বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আগেই ইস্তফা দিয়েছিলেন। এরপর সেই পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু এখনও পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই অচলাবস্থার মধ্যেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-সহ একাধিক সূত্রে বিষয়টি জানা যাচ্ছে। রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, ’আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না।’
Advertisement
উল্লেখ্য, বিজেপির অন্দরে ব্যাপক মতবিরোধের মধ্যেও বীরেন সিং পদত্যাগ করেন। রবিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র ইম্ফলে দলের বিধায়কদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। তিনি বেশ কয়েক দফা বৈঠক করেছেন সে রাজ্যের বিধায়কদের সঙ্গে। গত দু’দিনে রাজ্যপাল ভল্লার সঙ্গে দু’দফায় বৈঠকও সেরেছেন সম্বিত। গত মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি এ সারদা দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সম্বিত। বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে। তবে বিজেপি নেতৃত্ব মণিপুর নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ফলে, শেষ অবধি রাষ্ট্রপতি সাসনই জারি করা হল উত্তরপূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে।
Advertisement
প্রসঙ্গত, জাতি হিংসায় অশান্তি ছড়িয়েছে মণিপুরে। বিগত প্রায় দু’বছর ধরে কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। দায়ভার নিয়ে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু ঘরে বাইরে চাপে ছিলেন বীরেন। বিরোধী কংগ্রেসও অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছিল। জটিল পরিস্থিতি দেখে, অমিত শাহের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। বীরেন সিংয়ের পর বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।
Advertisement



