খড়গপুর পুরসভা এলাকার অন্তর্গত রাঘবপুর দরবেশচক মৌজায় শতাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নোটিশের প্রতিবাদে শুক্রবার রেলওয়ে বস্তি সংগ্রাম কমিটির নেতৃত্বে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
বস্তি সংগ্রাম কমিটির তরফে সিপিআই নেতা বিপ্লব বলেন, স্বাধীনতার আগের থেকে এই এলাকায় মানুষ বসবাস করছেন। এই জমি একসময় এক বড় রায়তের দখলে ছিল। পরে সরকার এই জমি সরকারি খাস জমি হিসেবে ঘোষণা করেছে। সেই জমি নিজেদের দাবি করে রেল কর্তৃপক্ষ জমির উপর বসবাসকারী বাসিন্দাদের হাতে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে।
Advertisement
এই জমি স্বাধীনতার আগেও রেলের ছিল না, এখনও কোনোভাবেই রেলের নয়। রেলের এই অন্যায় আচরণের প্রতিবাদে শুক্রবার ডিআরএম অফিসের সামনে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। রেলওয়ে বস্তি সংগ্রাম কমিটির তরফে ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



