হেমলক সোসাইটির দৃষ্টিভঙ্গিকে নতুন করে তুলে ধরার জন্য, তেরো বছর পর সৃজিত মুখার্জি তাঁর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল- ‘কিলবিল সোসাইটি’ নিয়ে ফিরে আসছেন। ছবির পোস্টারটি সম্প্রতি উন্মোচন করা হয়েছে।
এই গল্পের কেন্দ্রে রয়েছেন আনন্দ কর নামের এক আকর্ষণীয়, বুদ্ধিদীপ্ত তরুণ, যিনি কিলবিল সোসাইটির মূল চালিকা শক্তি। এটি মানুষের দুঃখকষ্ট এবং মনের জটিলতার সঙ্গে গভীরভাবে জড়িত একটি মিশন, যা একটি অপ্রত্যাশিত মোড়ের সামনে এনে দাঁড় করাবে দর্শককে।
Advertisement
কৌশানি মুখার্জি, বিশ্বনাথ বসু, সন্দিপ্তা সেন, অরিজিতা মুখার্জি, অনিন্দ্য চ্যাটার্জি এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। এসভিএফ প্রযোজিত, ‘কিলবিল সোসাইটি’- সমকালীন সমাজকে এবং মানুষের মনস্তত্বকে তুলে ধরার জন্য প্রস্তুত।
Advertisement
Advertisement



