সোনম থেকে দীপিকা, তারপর ক্যাটরিনার সাথে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। প্রেমের ব্যাপারে ছেলে বাবা ঋষি কাপুরকেও ছাড়িয়ে গেছেন। রণবীরের প্রেমিকার লিস্টে নাম ঢুকেছে বর্ডার পারের অভিনেত্রী মাহিরা খানেরও।
শোনা গেছে তিনি ডেট করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে। মাঝে শোনা যাচ্ছিল মা নীতু সিংয়ের দেখা মেয়েই মনে ধরেছে তার আর তার সঙ্গেই নাকি সংসার পাতবেন তিনি।
এইসবের মাঝে টিনিসেল টাউন সরগরম অন্যরকম খবরে। মায়ের দেখা মেয়ে নয়, মহেশ ভাট কন্যাকেই নাকি মনে ধরেছে এখন জুনিয়র কাপুরের। বুলগেরিয়ায় ব্রহ্মাস্ত্রের শুটিংয়ের বাইরে একসঙ্গে জিম, কেনাকাটা করছেন দুজনে।
শুধু কি তাই! বুলগেরিয়া যাওয়ার আগের রাতে রণবীর আলিয়ার বাড়িতেই ছিলেন। এইসব গুঞ্জনে বলিউড যখন উত্তপ্ত, তখন সেই আগুনে ঘি ঢালল করণ জোহর।
করণ বলেছেন, ‘দুজনেরই সবেমাত্র ব্রেক আপ হয়েছে, দুজনের অল্প বয়স, ওঁরাঅদি একে অপরের সঙ্গে সময় কাটায় তাতে ক্ষতি কি? ওরা যদি নিজেদের দুঃখগুলো ভাগ করে নেয়, তবে আমাদের উচিত ওদের সাহায্য করা’।
আর এইসব দেখেশুনে বলিপাড়ার নিন্দুকেরা মোটেই চুপ করে নেই। তাদের গুঞ্জন অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও ফুটছে রসায়ন।
Advertisement
Advertisement



