অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। বাংলায় শিল্পক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্যে এ বছরের সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ৪০টি দেশের ২০০জনের বেশি প্রতিনিধি। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওয়টিয়া, সঞ্জীব পুরী সহ অন্যান্য শিল্পপতি। এছাড়াও ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী সহ আরও অনেকে। সম্মেলনের উদ্বোধন করে ভারত সহ বিশ্বের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার বার্তা দিয়েছেন মমতা। কারণ কর্মসংস্থান বাড়ানোর জন্য শিল্পকে গুরুত্ব দিতেই হবে। আর তার জন্য চাই বিনিয়োগ। মমতার মতে, কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না। তিনি জানান এবার ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে রাজ্যে।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হবে। যা আগামী ১০০ বছরের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এর ফলে লক্ষাধিক কর্মসংস্থান তৈরি হবে। কোনও শিল্প সংস্থা এখানে বিনিয়োগ করতে চাইলে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি আরও ঘোষণা করেন, কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে। পর্যটন শিল্পের সম্ভাবনার কথাও এদিন তুলে ধরা হয়েছে। কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার করা হচ্ছে বলেও এদিন জানান মমতা।
Advertisement
এ দিনের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শিল্পায়নের জন্য পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের আর সরকারের দরজায় দরজায় ঘুরতে হবে না। শিল্প সমন্বয় কমিটিই সমস্ত সাহায্য করে দেবে। এই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। শিল্প সমন্বয় কমিটির কী কাজ হবে তা এ দিন ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব দপ্তরের সঙ্গে এই কমিটি সমন্বয় রেখে চলবে।
Advertisement
Advertisement



