• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে বাস

ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে বাসের চালককে। ঠিক কী কারণে দুর্ঘটনা, তা জানতে করা হচ্ছে বাসের স্বাস্থ্য পরীক্ষাও।

প্রতীকী ছবি

পার্কসার্কাসের পর বিদ্যাসাগর সেতু। একই দিনে শহরে দুই ভয়াবহ পথদুর্ঘটনা। মঙ্গলবার সকালে বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছে আসতেই আচমকা গতি বেড়ে যায় একটি বেসরকারি বাসের। যার ফলে রাস্তায় থাকা একের পর এক গাড়িতে ধাক্কা লাগে। ঘটনায় উল্টে যায় একটি ভ্যান। আহত বাসের যাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে হাওড়ার ধূলাগড় থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল একটি বাস। বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে আসতেই আচমকা বাসের গতি অনেকটাই বেড়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারের সামনের দিকে থাকা একটি গাড়ি এবং ম্যাটাডোর ভ্যানে। ধাক্কার অভিঘাতে উল্টে যায় ভ্যানটি। আহত হন বাসের যাত্রীরাও। তবে ধাক্কা লাগার পরেও থামেনি বাসটি। সূত্রের খবর, হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে উঠে যায় বাসটি। ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কারণে সৃষ্টি হয় যানজটের। তবে ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

Advertisement

ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে বাসের চালককে। ঠিক কী কারণে দুর্ঘটনা, তা জানতে করা হচ্ছে বাসের স্বাস্থ্য পরীক্ষাও। যদিও ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বাসের।

Advertisement

Advertisement