• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

শপথ নিয়েছে উড়ান পাঠশালা

শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও রামধনুর মতো রঙিন করার শপথ নিয়েছে উড়ান পাঠশালা। শিক্ষা ও দারিদ্র্যের মধ্যে অর্থ কোনো বাধা হবে না।

উড়ান পাঠশালা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে শিক্ষার বিকাশের জন্য দাঁড়িয়েছে। বর্ণমালা শেখা এবং প্রাণীদের চিনতে শুরু করে চারপাশের বিশ্বকে জানা, প্রযুক্তি এবং বিজ্ঞানের স্তম্ভ তৈরি করা, রাজনৈতিক সামাজিক সংস্কার শিক্ষাই মূল বিষয়। শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও রামধনুর মতো রঙিন করার শপথ নিয়েছে উড়ান পাঠশালা। শিক্ষা ও দারিদ্র্যের মধ্যে অর্থ কোনো বাধা হবে না।

পশ্চিমবঙ্গ সরকারে শিল্প সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৃত্যগুরু তন্ময় সেনগুপ্ত, বেঙ্গল গট ট্যালেন্ট চ্যাম্পিয়নশিপের রানার বিশিষ্ট সংগীত শিল্পী সৌরভ চক্রবর্তী এবং অনিশা পান, এছাড়া কিছু বিশিষ্ট ব্যক্তিদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

Advertisement

Advertisement

Advertisement