• facebook
  • twitter
Friday, 2 January, 2026

মধ্যবিত্তকে প্রতারিত করেছে বাজেট, জানালেন ডিএমকে নেতা

'গুজরাত ভিত্তিক শিল্পগুলির জন্য় ইনসেনটিভ দেওয়া হচ্ছে, কিন্তু বাকিদের জন্য নয়'

ফাইল চিত্র

কেন্দ্রীয় বাজেটকে হতাশার বাজেট নিয়ে কটাক্ষ করলেন ডিএমকে এমপি দয়ানিধি মারান। তিনি জানিয়েছেন, এটা মধ্যবিত্তকে প্রতারিত করার বাজেট। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ভোটকে মাথায় রেখেই এই বাজেট। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দিল্লির ভোটারদের মন জয় করা যায়।

তিনি জানিয়েছেন, ১২ লাখের ক্ষেত্রে কোনও কর থাকছে না। তারপর তিনিই আবার বলছেন ৮-১২ লাখের মধ্য়ে ১০ শতাংশের একটা স্ল্যাব থাকছে। সেকারণে এটা খুব বিভ্রান্তিমূলক।দেশের বাকি জায়গাগুলিতে পরিকাঠামো বৃদ্ধির কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র বিহারের পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে, তাও কিন্তু এই বছরের বিহারে ভোটকে মাথায় রেখে। রয়েছে। তামিলনাড়ু বা দক্ষিণ ভারতের কোনও রাজ্যের জন্য় একটা শব্দও নেই। জানিয়েছেন ডিএমকে এমপি দয়ানিধি মারান। তিনি জানিয়েছেন, গুজরাত ভিত্তিক শিল্পগুলির জন্য় ইনসেনটিভ দেওয়া হচ্ছে। কিন্তু বাকিদের জন্য নয়।

Advertisement

কার্যত বঞ্চনার কথা উল্লেখ করেছেন তিনি। অন্য়দিকে এই বঞ্চনার প্রসঙ্গ এনেছেন তিনি।

Advertisement

Advertisement