এবার আধ্যাত্মিক গুরু ওশো রজনীশ হয়ে পর্দায় ধরা দেবেন মিঠুন চক্রবর্তী! বহুদিন ধরেই মুম্বইতে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। অবশেষে এবিষয়ে নিজেই মুখ খুললেন মিঠুন। তিনি স্বীকার করেছেন অনেকেই বলে, তাঁকে নাকি রজনীশের মতোই দেখতে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে তাঁর নিজের কিছু ছবি তুলেছিলেন মিঠুন। সেগুলি দেখে নাকি ছবির প্রধান সম্পাদক মিঠুনকে বলেন, রজনীশের সঙ্গে তাঁর ভীষণ মিল। এরপর মিঠুনকে ওশো রজনীশের চরিত্রের প্রস্তাবও দেওয়া হয়। ছবিটি তৈরি করতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে। এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। তবে এটা এক প্রকার সঠিক বাছাই। বিবেক অগ্নিহোত্রী চান, মহাগুরুই এই চরিত্রটা করুন।
Advertisement
Advertisement



