বহু আলোচিত ট্যাব দুর্নীতির মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত, চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মফিতজুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, তিনি নিজের বাড়িতে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালানোর আড়ালে গ্রাহকদের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এ ছাড়াও, স্কুলের ছাত্রদের ট্যাবের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
তদন্তে জানা গিয়েছে, জুয়েলের আদিবাড়ি চোপড়ার সীমান্তবর্তী ঘিরনিগাঁও এলাকায়, তবে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি চোপড়ার কাচাকালিতে বসবাস করছিলেন। তাঁর শ্বশুর সুলতান আহমেদ ভুলভুলি এমএসকে-র শিক্ষক এবং চা-বাগানের মালিক।
Advertisement
২০২৪ সালের শেষের দিকে ট্যাব দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে ধরপাকড় শুরু হলে চোপড়ার নাম উঠে আসে। তদন্তের পর গ্রেপ্তার হন একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী। তখনই মহম্মদ মফিতজুল ইসলাম ওরফে জুয়েলের নাম পুলিশের নজরে আসে। তাঁর খোঁজ চালাতে থাকে পুলিশ।
Advertisement
এদিকে, গ্রেপ্তারি এড়াতে জুয়েল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সহকর্মী ইসমাইলের হাতে তুলে দিয়ে ছুটিতে চলে যান। অসুস্থতার অজুহাত দেখিয়ে দিল্লি পালিয়ে যান তিনি। কিন্তু তদন্তের গতি বাড়াতেই তাঁর অবস্থান চিহ্নিত করে পুলিশ। অবশেষে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, ‘দীর্ঘদিন ধরেই আমরা তাঁর সন্ধানে ছিলাম। একাধিক তথ্য সংগ্রহের পর আজ আমরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
Advertisement



