• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লিগ-শিল্ড জয়ের লক্ষ্যে কয়েক ধাপ এগিয়ে থাকল সবুজ মেরুন ব্রিগেড

অনেক পরিশ্রম বাকি রয়েছে সবুজ মেরুন ফুটবলারদের

প্রতিনিধিত্বমূলক চিত্র

বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইটা যে এ রকমই কঠিন হবে, তা জানতেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তবে সেই লড়াই জিতে লিগ জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন তিনি।

সোমবার যুবভারতীতে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-০ গোলে জিতে খুশি কোচ মোলিনা। তবে তিনি বলেন, “এ রকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বেশির ভাগ সময় বলের দখল ওদের কাছেই ছিল। ওরা ভাল গোলের সুযোগ তৈরি করেছিল। তবে আমরাও কিছু ভাল আক্রমণ করেছি। সেখান থেকেই গোলও এসেছে আমাদের।’

Advertisement

এখনও অনেক পরিশ্রম বাকি রয়েছে সবুজ মেরুন ফুটবলারদের। তাদের লড়াই করতে হবে। সামনের ম্যাচগুলো জিততেই হবে। বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান শিল্ড জয়ের কাছাকাছি এসেছে। আসলে বদলা ম্যাচে মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ ছিল ম্যাচটা জিততেই হবে ঘরের মাঠে। সেই চ্যালেঞ্জে বাজিমাত করেছে মোহনবাগান। এমনকি ফুটবল লিস্টন কোলাসো বার বার সমলোচনার মুখে পরেছিলেন। সেই কোলাসোই তার জবাব দিয়েছে গোল করে।

Advertisement

মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেন মনে রাখতে হবে পারফরমেন্স শেষ কথা বলে। তাইতো এখনও পর্যন্ত আইএসএল ফুটবলে লিগ টেবলে শীর্ষ স্থানে রয়েছে মোহনবাগান। দুই-একটা ম্যাচ ড্র হলে এমন হাফভাব দেখায় কোনও কোনও ক্লাব যেন সবকিছু হারিয়ে গেল। কিন্তু তারা জানে না রেফারিকে দোষারোপ করে ম্যাচ জেতা যায় না। নিজেদের কি অবস্থা সেটার উপরই নজর দেওয়া উচিত। আমরা চাইব তারাও যেন উপরের দিকে উঠে আসে। এইসব প্রতিপক্ষ দল দুই-একটা ম্যাচ জেতার পরেই যেন মনে করে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। আমরা লিগ শিল্ড জয়ের দিকে এগিয়ে চলতে চাই এটাই লক্ষ্য।

Advertisement