২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বাজেট পেশের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করবেন।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই তারিখকে মাথায় রেখে রাজ্য বাজেটের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানা যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কাছে এই বাজেটের গুরুত্ব অপরিসীম। কারণ নির্বাচনের আগে এটিই মমতার তৃতীয় দফার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
Advertisement
আগামী বছর ভোট থাকায় সরকারকে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে। তাই এবারের বাজেট অধিবেশন রাজ্য সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বাজেটে বেশ কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ সংযোজন করা হতে পারে। কেন্দ্রের বাজেটে রাজ্যের জন্য বরাদ্দ কেমন থাকছে তা দেখে নিয়ে বাজেটে চমক থাকতে পারে। এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কতটা বৃদ্ধি পায় সেই দিকে তাকিয়ে আছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি।
Advertisement
মন্ত্রীসভা বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরের ৬০টি শূন্য পদে নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। পাশাপাশি পর্যাপ্ত বাসের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রী সমস্যার সমাধানের পথে হাঁটল রাজ্য পরিবহন দপ্তর। জানা গিয়েছে, মমতার নির্দেশেই চুক্তির ভিত্তিতে ৯০০ চালক-কন্ডাক্টর নিয়োগ করা হবে।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যে বেড়েছে অনুপ্রবেশের সমস্যা। তাই বিএসএফের জমি সমস্যার সমাধানে এবার তৎপরতা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি আউট পোস্ট করার জন্য বিএসএফকে দেওয়া হল। পাশাপাশি সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় নজর রাখার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর দিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
Advertisement



