• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গেস্ট হাউস থেকে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের রক্তাক্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে খবর, ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এডিএম রাজেন্দ্র প্রসাদ কাশ্যপ অবসর গ্রহণের পর গত বেশ কয়েক বছর ধরে তাঁর গ্রামেই বসবাস করছিলেন।

উত্তর প্রদেশের কাসগঞ্জে অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসলের রহস্যমৃত্যু। সিটি কোতোয়ালি এলাকার মামন গ্রামে অবস্থিত মীনাক্ষী গেস্ট হাউসের মালিক ছিলেন ওই অবসরপ্রাপ্ত এডিএম। তাঁর হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গেস্ট হাউসে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এডিএম রাজেন্দ্র প্রসাদ কাশ্যপ অবসর গ্রহণের পর গত বেশ কয়েক বছর ধরে তাঁর গ্রামেই বসবাস করছিলেন। তিনি গ্রামের কাছে হাইওয়েতে মীনাক্ষী গেস্ট হাউস নামে একটি হোটেল চালাতেন। সেখানে একাই থাকতেন তিনি। অবসরপ্রাপ্ত এডিএমের পরিবার গাজিয়াবাদে থাকে। মঙ্গলবার সকালে, গেস্ট হাউস প্রাঙ্গণে তাঁর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন চাকর। এর পর তিনি পুলিশকে খবর দেন। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছয় কাসগঞ্জ কোতোয়ালি এবং সোনারন কোতোয়ালি পুলিশ। ঘটনাস্থলে এসপি, এএসপি এবং সিও সিটি সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় পড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসরপ্রাপ্ত এডিএমকে মাথা পিষে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

Advertisement