• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ বেঙ্গালুরু ঘোড়দৌড়ে মোট ৯টি বাজি

শনিবার বেঙ্গালুরু ঘোড়দৌড়ে মূল বাজি আরডব্লুআইটিসি কাপ। ১৪০০ মিটারের প্রথম শ্রেণির মাত্র ৬টি ঘোড়া ছুটছে। হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত ‘দ্য প্রোটেক্টার এবং অ্যারালিনার মধ্যে।

প্রতীকী চিত্র

শনিবার বেঙ্গালুরু ঘোড়দৌড়ে মূল বাজি আরডব্লুআইটিসি কাপ। ১৪০০ মিটারের প্রথম শ্রেণির মাত্র ৬টি ঘোড়া ছুটছে। হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত ‘দ্য প্রোটেক্টার এবং অ্যারালিনার মধ্যে। রেসপ্রেমীদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার বেঙ্গালুরু ডার্বি।

মতামত
প্রথম বাজি— দুপুর ১.৩০ মি., মাই সলিটেয়ার ১, লেডি ইনভিকটিয়াস ২, বেনজিমা ৩
দ্বিতীয় বাজি— ২.০০টা, ডেজার্ট কিংডম ১, মিচিকো ২, মিস্টিকাল এয়ার ৩
তৃতীয় বাজি— ২.৩০টা, নটি স্কটি ১, হাবিবি ২, সি রুলস ৩
চতুর্থ বাজি— ৩.০০টা, ডিউফাই ১, এমরালডো ২, র্যা ফেলস ৩
পঞ্চম বাজি— ৩.৩০ মি., লাইভ দ্য ড্রিম ১, অ্যামাজিং স্ট্রাইড ২, কাসাকিস ৩
ষষ্ঠ বাজি— ৪.০০টা, সার্কেল অফ ড্রিমস ১, কনটেসিনা ২, জিভা ৩
সপ্তম বাজি— ৪.৩০ মি., দ্য প্রোটেক্টার ১, অ্যারালিনা ২, কালামিতসি ৩
অষ্টম বাজি— ৫.০০টা মেটজিনজার ১, ইন্ডিয়ান ব্লুস ২, সোলো প্রিন্স ৩
নবম বাজি— ৫.৩০ মি., ব্রিজ বাস্টার ১, স্টার অ্যাডমিরাল ২, আগেরা ৩।
দিনের সেরা— লাইভ দ্য ড্রিম

Advertisement

Advertisement

Advertisement