• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

আমাজন প্রাইমে পাতাল লোক ২

আমাজন প্রাইমে আজ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে পাতাল লোক ২। জনপ্রিয় এই সিরিজে নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে দর্শক মহলে।

আমাজন প্রাইমে আজ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে পাতাল লোক ২। জনপ্রিয় এই সিরিজে নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে দর্শক মহলে। অভিনেতা জয়দীপ আহলাওয়াত বেশ কিছুদিন ধরে রয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে এবং একের পর এক অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু ২০২০ সালে ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ দিয়েই তিনি পরিচিতি হতে শুরু করেন। এই সিরিজে তাঁর অভিনয় দেখে বহু দর্শক তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘পাতাল লোক’-এর দ্বিতীয় মরশুম কবে আসছে? অবশেষে প্রতীক্ষার অবসান।

জয়দীপ আহলাওয়াত সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন যে, এখন তাঁকে যে-ধরনের কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে, তাতে তিনি খুশি, কিন্তু আলিয়া ভাটের রাজি (২০১৮)-তে তার অতুলনীয় পারফরম্যান্সের পরেও তাঁর কাছে কাজ ছিল না। ‘রাজি’-র পর তিনি যে- চিত্রনাট্যগুলি পেয়েছিলেন, সেগুলি মূলত একই ধরনের চরিত্রের পুনরাবৃত্তি। সবাই চাইছিলেন তিনি হয় আইবি (ইন্টেলিজেন্স ব্যুরো) অফিসার অথবা র (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) অফিসারের ভূমিকাতেই অভিনয় করুন। কিন্তু তিনি তা করতে চাননি।

Advertisement

‘পাতাল লোক’-এর পরেও তিনি একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। অনেক নির্দেশক তাঁকে পুলিশের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। জয়দীপ সাফল্যের জন্য মরিয়া না হয়ে বরং নিজের মনের মতো কাজ করার উপর জোর দিয়েছিলেন। কোনও নির্দিষ্ট ছাঁচে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় জড়িয়ে না পড়ার উপর জোর দিয়েছিলেন।

Advertisement

সুদীপ শর্মার তৈরি এই সিরিজের প্রথম মরশুমের এপিসোডে জয়দীপ ছাড়াও নজর কাড়েন গুল পনাগ, ইশওয়াক সিং নীরজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ‘হাতোড়া ত্যাগী’ চরিত্রটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ‘পাতাল লোক ২’ -এ দেখা যাবে জাহ্ণু বড়ুয়া, তিলোত্তমা শোম, নাগেশ কুকুনুর, গুল পনাগ এবং অনুরাগ অরোরাকে।

‘পাতাল লোক ২’-এ ইনস্পেক্টর হাতিরাম চৌধুরীর রণভূমি নাগাল্যান্ড। সেখানেই হবে রহস্যের উন্মোচন। ইন্সপেক্টর হাতিরাম নাগাল্যান্ড ডেমোক্র্যাটিক ফোরামের প্রতিষ্ঠাতার হত্যার তদন্ত করতে বেরিয়েছেন। একই সময়ে, তিনি একটি বিপজ্জনক ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত একজন নিখোঁজ অভিবাসী শ্রমিককেও খুঁজছেন। তদন্ত চলাকালীন, হাতিরাম অপরিচিত জায়গা, বিপজ্জনক রহস্য এবং তাঁর নিজের চারপাশে থাকা অপরাধপ্রবণ মানুষদের সঙ্গে মোকাবিলা করার সময়, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এটি তাঁর ব্যক্তিগত জীবনেও অশান্তি সৃষ্টি করে। হাতিরামের পদক্ষেপ ও গভীর অন্বেষণ নিয়েই তৈরি এবারের চাঞ্চল্যকর সিজন।

Advertisement