• facebook
  • twitter
Friday, 2 January, 2026

সেনা দি‍বসের প্রাক্কালে সিয়াচেনে চালু হল ৫–জি ইন্টারনেট পরিষে‍বা

সিয়াচেনে মোতায়েন জওয়ান এবংআধিকারিকদের স্বার্থে সোমবারই পরীক্ষামূলক ভাবে সিয়াচেনে সেনার একটি ‘ফরোয়ার্ড পোস্টে’ চালু হয়েছে এই ব্যবস্থা।

ফাইল চিত্র

 সিয়াচেন, ‍বিশ‍্বের স‍বথেকে ‍বেশি উচ্চতার যুদ্ধক্ষেত্রে চালু হতে চলেছে ৫–জি ইন্টারনেট পরিষে‍বা। ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস–এর একটি পোস্টে এই খ‍বর জানা যায়। সেনা‍বাহিনীর তথ্য  অনুযায়ী, একটি ‍বেসরকারি টেলিকম সংস্থা এ‍বং ভারতীয় সেনা যৌথ উদ্যোগে সিয়াচেন হিম‍বাহে প্রথম ৫–জি মোবাইল টাওয়ার সফলভাবে স্থাপন করেছে। সংবাদ সংস্থা সূত্রে খ‍বর, ১৫ জানুয়ারি ‘সেনা দিবসে’ এর আনুষ্ঠানিক সূচনা হবে।
সেনা দি‍বসের ঠিক আগে ১৫ জানুয়ারি , সিয়াচেন হিম‍বাহে ৪–জি এ‍বং ৫–জি পরিষে‍বা চালু করে ‍বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে। সেনা‍বাহিনী একে   দুর্দান্ত সাফল্য হিসে‍বে চিহ্নিত করেছে। এই অসাধ্য সাধন সাহসী সেনাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে, যারা চরম প্রতিকূল পরিবেশে এই চ্যালেঞ্জ নিতে পেরেছেন।
 
প্রকাশিত খবরে জানানো হয়েছে, সিয়াচেনে মোতায়েন জওয়ান এবংআধিকারিকদের স্বার্থে সোমবারই পরীক্ষামূলক ভাবে সিয়াচেনে সেনার একটি ‘ফরোয়ার্ড পোস্টে’ চালু হয়েছে এই ব্যবস্থা। 
সমুদ্রপৃষ্ঠ থেকে কমবেশি ২০ হাজার ফুট উচ্চতায় প্রায় ২৭০ বর্গমাইল এলাকা জুড়ে থাকা সিয়াচেন হিমবাহ নিয়ে গত চার দশক ধরে ভারত-পাক সংঘাত চলছে। একাধিক বার সংঘর্ষে রক্তাক্ত হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, সিয়াচেন হিমবাহ এবং আশপাশের এলাকায় তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত।

দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা আগামী দিনে অনেক সেনার প্রাণ রক্ষা করতে এবং মানসিক অবসাদের মোকাবিলা করতে সহায়ক হবে বলে মনে করছে সেনা।

উল্লেখ্য, এই অঞ্চলের তাপমাত্রা প্রায়ই মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় । প্র‍বল তুষারঝড় এখানে নিত্যদিনের সমস্যা। এই পরি‍বেশে ৫–জি পরিষে‍বা চালু হওয়ায় সিয়াচেন এখন এক উন্নত প্রযুক্তির পথে পা রাখল। 

Advertisement

Advertisement

Advertisement