• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কলকাতায় দেশের বৃহত্তম টেকনিক্যাল প্রতিযোগিতা “কানেক টেক”

টেকনিক্যাল প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় (ইউইএম) কলকাতা ও জয়পুর দ্বারা আয়োজিত হয়েছে।

ফাইল চিত্র

প্রতিবারের মতো এবারও জাতীয় স্তরের শীর্ষস্থানীয় টেকনিক্যাল বোনানজা – “কানেকটেক” আয়োজিত হল। যেখানে টেকনিক্যাল প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় (ইউইএম) কলকাতা ও জয়পুর দ্বারা আয়োজিত হয়েছে। ১১ জানুয়ারি, শনিবার ২০২৫ সালের ইউইএম কলকাতা ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে এবং বিভিন্ন পুরস্কার (আর্থিক পুরষ্কার এবং ট্রফি) জিততে আমন্ত্রণ জানানো হয়।

পাশাপাশি, সেরা পারফর্মেন্সের মাধ্যমে স্কুলগুলির জন্য চ্যাম্পিয়ন এবং রানার-আপ ট্রফি জেতার জন্যও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ সজল দাশগুপ্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কলকাতা ক্যাম্পাসের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর সত্যজিৎ চক্রবর্তী। ছিলেন জয়পুর ক্যাম্পাসের সম্মানীয় ডিন ডঃ রাজীব গাঙ্গুলী, কলকাতার সম্মানীয় ডিন গবেষণা বিভাগের অধ্যাপক ডঃ আবীর চ্যাটার্জী। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সাড়ে ছয়শোর বেশি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই কর্মসূচিটি ছিল জাতীয় স্তরের দেশের বৃহত্তম আন্তঃস্কুল প্রতিযোগিতা।

Advertisement

Advertisement

Advertisement