• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাতি স্তম্ভে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, চালক-সহ আটক দুই

শুক্রবার সকালে বড়বাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ার। আহত হন আরও তিনজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরে বড় দুর্ঘটনা।

প্রতীকী চিত্র।

শুক্রবার সকালে বড়বাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ার। আহত হন আরও তিনজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরে বড় দুর্ঘটনা। আলোক স্তম্ভে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। কোনও হতাহতের খবর না থাকলেও গুরুতর আহত চালক ও আরোহী।

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যুবভারতী ক্রীড়াঙ্গনের পাঁচ নম্বর গেটের সামনে। স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙার দিক থেকে ইএম বাইপাস ধরে আসছিল গাড়িটি। যুবভারতীর সামনে আসতেই সজোরে রাস্তার ধারের বাতি স্তম্ভে ধাক্কা মেরে ৫০ ফুট দূরে গিয়ে উল্টে যায় গাড়িটি। গাড়ির চালক ও আরোহী দু’জনেই সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেই জানা গিয়েছে।

Advertisement

ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বেলেঘাটা ট্রাফিক গার্ডের আধিকারিকেরা। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

Advertisement