• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বইমেলায় এবার স্টল পায়নি এপিডিআর, হাইকোর্টে মামলা

এ প্রসঙ্গে সম্প্রতি গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, -'বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব।

ফাইল চিত্র

বইমেলায় স্টল পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ এপিডিআর।এবারের কলকাতা বইমেলায় তাদের স্টল করতে দেওয়া হচ্ছে না! গিল্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে এই মানবাধিকার সংগঠন টি। মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে এপিডিআর। বুধবার সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা। এবার তাদের স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে। কেন অনুমতি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চায় এপিডিআর। সংগঠনের আবেদন, -‘বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। যত দিন পর্যন্ত বইমেলায় তাদের স্টল করার অনুমতি দেওয়া না হয়, তত দিন গিল্ড স্টল বণ্টন স্থগিত রাখুক’।

এপিডিআরের আইনজীবী বিচারপতি সিনহার এজলাসে মামলা করার অনুমতি চান। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে । এবারের বইমেলায় প্রতিবেশী ‘বাংলাদেশ’-এর থাকা অনিশ্চিত। মেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই এই দেশের নাম।

Advertisement

এ প্রসঙ্গে সম্প্রতি গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, -‘বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব। যদি কেন্দ্রীয় সরকার কোনও নির্দেশ না দেয়, তা হলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না। তবে বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য বরাদ্দ জায়গা ফাঁকা পড়ে থাকবে না’। অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না-থাকা নিয়ে সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে সমালোচনা সহ্য হয়নি গিল্ডের। তাই এপিডিআর-কে জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Advertisement

Advertisement