• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শুরু কলকাতা পুলিশের হাফ ম্যারাথনের রেজিস্ট্রেশন

চলতি বছর পঞ্চমবর্ষে পা দিল কলকাতা পুলিশের অনুষ্ঠিত এই হাফ ম্যারাথন। যেখানে প্রথা মেনে প্রথমে নিজের নাম নথিভুক্ত করেন নগরপাল মনোজকুমার ভর্মা।

নিজস্ব চিত্র

সোমবার প্রকাশিত হল কলকাতা পুলিশের হাফ ম্যারাথনের ওয়েবসাইট। এ দিন লালবাজারের কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগসহ অন্যান্য বিভাগের কর্তাদের সামনে ওয়েবসাইট প্রকাশ করেন নগরপাল মনোজ ভর্মা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। যার মধ্যে থাকছে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের মোট তিনটি পর্যায়। যেখানে অংশগ্রহণ করতে পারবেন শহরের নাগরিকরা। চলতি বছর পঞ্চমবর্ষে পা দিল কলকাতা পুলিশের অনুষ্ঠিত এই হাফ ম্যারাথন। যেখানে প্রথা মেনে প্রথমে নিজের নাম নথিভুক্ত করেন নগরপাল মনোজকুমার ভর্মা। এ দিন সংবাদ মাধ্যমের সাহায্যে শহরের সকল নাগরিকদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান নগরপাল।

Advertisement

Advertisement

Advertisement