• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

৪ মাসের মধ্যেই চালু হচ্ছে নয়ডা বিমানবন্দর

বছরের শুরুতেই সুখবর। দেশে চালু হচ্ছে আরও একটি বিমানবন্দর। এপ্রিল মাসে চালু হতে চলেছে নয়ডায় নির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর।

বছরের শুরুতেই সুখবর। দেশে চালু হচ্ছে আরও একটি বিমানবন্দর। এপ্রিল মাসে চালু হতে চলেছে নয়ডায় নির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর। এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর বিমানবন্দরে একটি ফ্লাইটের সফল পরীক্ষামূলক অবতরণও করাহয়েছিল। জেওয়ারের বিমানবন্দরে চলতি বছরের এপ্রিল থেকে বাণিজ্যিক ফ্লাইট শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কাজ শুরু হওয়ার মাত্র ৩ বছরের মধ্যে চালু হয়ে যাবে নয়ডা বিমানবন্দর, যা নিঃসন্দেহে একটি রেকর্ড। প্রথম দিন থেকেই এই বিমানবন্দর থেকে কার্গো, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। শুধু তাই নয়, যমুনা এক্সপ্রেসওয়েকে বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করার ইন্টারচেঞ্জও এই বছর শুরু হবে। এই ইন্টারচেঞ্জটি ৭৫০ মিটার দীর্ঘ এবং আটটি লেন বিশিষ্ট।

Advertisement

এই ইন্টারচেঞ্জ শুরু হওয়ার পরে, শুধুমাত্র দিল্লি-এনসিআর থেকে নয়, মথুরা এবং আগ্রা থেকেও যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানো সহজ হবে। বিমানবন্দরের পাশাপাশি স্কাইওয়াক এবং নয়ডা কর্তৃপক্ষের নতুন বিল্ডিংও ২০২৫ সালেই তৈরি হবে। নয়ডার সেক্টর ৫১-৫২-এ নির্মিত স্কাইওয়াকের কাজও এই বছরই শেষ হবে। এসি স্কাইওয়াকটি ৪৬৫মিটার দীর্ঘ।

Advertisement

৫১ ও ৫২ নম্বর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত এই স্কাইওয়াকের ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরেই শেষ হবে। এই স্কাইওয়াকটি তৈরি করতে ১৪ কোটি টাকা খরচ হবে। পাশাপাশি নয়ডা অথরিটির নতুন ভবনও তৈরি হয়ে যাবে এই বছর। এরও ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এই বিল্ডিংটি নয়ডার সেক্টর ৯৬-এ নির্মিত হচ্ছে।

এছাড়া ভাঙ্গেল-সালারপুর সড়কের যানজট থেকে মুক্তি পেতে এলিভেটেড রোডের কাজও চলছে। চলতি বছর মার্চের মধ্যেই যানবাহনের জন্য এই সড়কটি খুলে দেওয়া হবে। এটি ৬ লেন বিশিষ্ট ৫.৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড সড়ক, যার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

Advertisement