প্রয়াত পরিচালক অরুণ রায়। অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। ক্যানসার আক্রান্ত ছিলেন অরুণ। এরই মাঝে সপ্তাহখানেক আগে ফুসফুসে সংক্রমণের কারণেই আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালককে। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দেব অভিনীত বাঘা যতীন ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ ।সিনে সমালোচকদের মন জয় করেছিল সেই ছবি। পরিচালক অরুণের প্রথম ছবি হীরালাল। সেই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। বিনয় বাদল দীনেশ ছবিটি পরিচালনা করেন তিনি।
Advertisement
কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলাকালীনই অরুণ রায় হাজির হয়েছিলেন ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। ২০২৪ সালে পুজোতেই মুক্তি পায় ছবিটি। এরপর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। ধীরে ধীরে অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। পরিচালকের অসুস্থতার খবর শুনেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা দেব, জিতু কমল।
Advertisement
অরুণ রায়ের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। তিনি বলেন, গতকাল রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে যখন বের হই, তখনই অবস্থা খুব ডিটোরিয়েট করেছিল। একটা অ্যাটাক হয়েছে ৬.৩০টা নাগাদ। হাসপাতাল থেকে ফোন করে জানায়। তার আধঘণ্টা পরেই কনফার্ম করে দেয়। হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।
গত ২১ ডিসেম্বর থেকে আরজি করে ভর্তি ছিলেন অরুণ রায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল। শেষ ক’দিন বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল তাঁকে।
Advertisement



