• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতরত্ন শচিনের থেকেও বেশি নিরাপত্তা আদিত্য ঠাকরের

ক্রিকেট কিংবদন্তী তথা ভারতরত্ন শচিন তেণ্ডুলকরের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্র পুলিশের তরফে থেকে।

শচিন তেন্ডুলকর (File Photo: IANS)

রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়ানাের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। ২৯ বছরের আদিত্যর নিরাপত্তা ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরর করা হয়েছে। তবে একই সঙ্গে ক্রিকেট কিংবদন্তী তথা ভারতরত্ন শচিন তেণ্ডুলকরের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্র পুলিশের তরফে থেকে। এতদিন এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শচিনের জন্য এখন কেবল পুলিশ কনভয়ের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র পুলিশ।

রাজ্যসভার সাংসদ শচিন এতদিন এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। সে কারণে সব সময় পুলিশের নিরাপত্তা পেতেন তিনি। তবে পরিবর্তিত সিদ্ধান্তে বাড়ির বাইরে কোথাও গেলে শুধুমাত্র পুলিশ এসকর্ট পাবেন শচিন। অন্যদিকে শিবসেনার যুবমাের্চার প্রধান আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়িয়ে জেট ক্যাটেগরি করা হয়েছে।

Advertisement

এদিকে আগের মতােই জেড প্লাস নিরাপত্তা পাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। একই ভাবে জেট ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শরদ পাওয়ারের ভআইপাে অজিত পাওয়ার। পাশাপাশি সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তাও ওয়াই ক্যাটেগরি থেকে বাড়িয়ে জেড করা হয়েছে।

Advertisement

Advertisement