আজ সোমবার সন্দেশখালির অরবিন্দ মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির একদিকে সুন্দরবন, নদী অপর দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তাই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
সোমবার দুপুর পৌনে একটা নাগাদ হেলিপ্যাডে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যে জায়গায় সভা তার ঠিক পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকেই সোজা মঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী। স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার পাশাপাশি পরিষেবা প্রদান সহ একাধিক কর্মসূচির শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।
Advertisement
এর আগে রবিবার হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। আগামীকাল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। তাই সন্দেশখালিতে তার আগে হেলিকপ্টার-মহড়া হল। সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতি সব খতিয়ে দেখতে যান মন্ত্রী সুজিত বসু, বিধায়ক সুকুমার মাহাত, জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার ড. হুসেইন মেহেদী রহমান, ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য, কয়েকদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, আবাস ইত্যাদি প্রকল্পে প্রায় ২০ হাজার মানুষ সুবিধা পাবেন। তার মধ্যে ১০০ জনের হাতে তিনিই তা সরাসরি তুলে দেবেন।
Advertisement
Advertisement



