• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, আবার পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র

২০১৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনেছিল। শিক্ষার অধিকার আইন সংশোধনের পরে দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদি শিক্ষার বিষয় সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কাউকে ফেল করানো হবে না এই নিয়ম চালু হয়।

ফাইল চিত্র

শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ‘নো ডিটেনশন পলিসি’ বাতিল করে আবার পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। অর্থাৎ এই দুই শ্রেণির বার্ষিক পরীক্ষায় আগের মতো পাশ-ফেল প্রথা চালু হতে চলেছে। তবে এক্ষেত্রে একবার যদি কেউ পরীক্ষায় পাশ করতে না পারে তাকে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া দেওয়া হবে। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। ফলাফল বেরোনোর পর ২ মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া যদি অকৃতকার্য জয় তখন তাকে পরের ক্লাসে ওঠানো হবে না বলে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে। কেন্দ্রের এই নতুন পাশ-ফেল নীতি কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের ৩০০০-এরও বেশি স্কুলে কার্যকর হতে চলেছে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং‌ সৈনিক স্কুলগুলি।

পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা হলেও কোনও পড়ুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না। দ্বিতীয় বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করবেন সেই শ্রেণির শিক্ষকরা। এইসব ছাত্রের কোথায় সমস্যা তা খুঁজে বের
করে সেইমতো সহায়তা  দেবেন শিক্ষকরা।

Advertisement

২০১৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনেছিল। শিক্ষার অধিকার আইন সংশোধনের পরে দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদি শিক্ষার বিষয় সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কাউকে ফেল করানো হবে না এই নিয়ম চালু হয়। তবে দেশের ১৬টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল ‘নো ডিটেনশন নীতি’ বাতিল করে। কেন্দ্রের নীতি অনুসরণ না-করে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে

Advertisement

Advertisement