• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতায় ফের ইডি হানা

বাড়ি থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা ও হীরের গয়না উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি গাড়িও।

প্রতীকী চিত্র

ফের শহরে ইডির হানা। আর্থিক প্রতারণা মামলায় শুক্রবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন একাধিক ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। সাদার্ন অ্যাভিনিউ ও বালিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। সকালে ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা।
প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে বুধবার কনকাস্ট স্টিল সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকাকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বাড়ি থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা ও হীরের গয়না উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি গাড়িও।
জানা গিয়েছে, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করতেন সঞ্জয় সুরেখা। ২০২২ সাল থেকে ওই ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্ত চলছে। এখনও পর্যন্ত তিন হাজার কোটি টাকার উপর ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা সামনে এসেছে। এরপরই কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়ে সঞ্জয়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে জিজ্ঞাসাবাদের পর সেই সূত্র ধরেই শুক্রবার ফের কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

Advertisement