সারা জীবন একসাথে কাটানোর পরও কত কথা বলা হয় না! সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাত। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায়, অপর্ণা সেন ও অঞ্জন দত্ত অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’ মুক্তি পাবে ৩১শে জানুয়ারি।
৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। দর্শকদের খুবই প্রশংসা লাভ করেছে। পরমব্রতর কথায়, ‘খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি। আর-পাঁচটা ছবির থেকে এটা সম্পূর্ণ আলাদা। রীনাদি-অজ্ঞনদাকে অন্য ভাবে পাবেন দর্শকরা। এ এক রকম অন্য প্রেমের কথা।
Advertisement
Advertisement
Advertisement



