• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গুয়ার্দিওলার উপরেই ভরসা রাখছেন ম্যান সিটির ফুটবলাররা

প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ১৬ রাউন্ডের খেলা হয়েছে। এখনও ২২ রাউন্ডের খেলা বাকি। ফলে ছবি বদলে যেতে পারে। আপাতত সিটির নজর ২১ ডিসেম্বরের ম্যাচের দিকে।

ফাইল চিত্র

সেই অর্থে কোচ পেপ গুয়ার্দিওলার নজর কাড়তে পারলেন না ম্যাঞ্চেস্টার সিটি দলে। একের পর এক হার তাঁকে বিধ্বস্ত করেছেন। এমনকি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১টি ম্যাচের মধ্যে আটটিতে হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। এই খারাপ ফলের পরেও কোচ পেপ গুয়ার্দিওলার উপরেই ভরসা রাখল দল।

সময়টা খারাপ যাচ্ছে পেপ গুয়ার্দিওলার। ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে সাফল্য পেয়েছেন। সেই কোচ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।

Advertisement

গত ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার হয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে। ডার্বি হারায় চাপ বেড়েছে গুয়ার্দিওলার উপর। তাঁর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। তবে খারাপ সময়ে কোচের পাশে দাঁড়িয়েছেন ফুটবলাররা।

Advertisement

গুয়ার্দিলওলার অধীনেই ইংল্যান্ডের ফুটবলে নতুন তারকা হয়ে উঠেছেন ফিল ফডেন। সম্প্রতি তাঁর সঙ্গে আরও দু’বছরের চুক্তি করেছে ক্লাব। সেই ফডেন বলেন, আমরা আমাদের মানের ধারেকাছেও খেলতে পারছি না। কিন্তু এখনও আমাদের ক্ষমতা রয়েছে পয়েন্ট তোলার।
দলের এই খারাপ পারফরম্যান্সের দায় একা কোচের উপর দিতে রাজি নন ফডেন। তাঁর মতে, এই হারের দায় দলের সকলের। ফডেন বলেন, আমরা ভাল খেলতে পারছি না বলেই দল হারছে।

প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ১৬ রাউন্ডের খেলা হয়েছে। এখনও ২২ রাউন্ডের খেলা বাকি। ফলে ছবি বদলে যেতে পারে। আপাতত সিটির নজর ২১ ডিসেম্বরের ম্যাচের দিকে। শনিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচ জিততে চাইছেন ফডেনরা। ওই ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি জিততে পারলে কিছুটা মুখ রক্ষা হবে। সেদিকেই তারিয়ে রয়েছেন কোচ গুয়ার্দিওলার।

Advertisement