• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

আরজি করে পার্কিংয়ের টাকা নিতেন সন্দীপ : সিবিআই

ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুটো সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছে সিবিআই। সেই অভিযোগে আফসারের আইনজীবীর দাবি, সিবিআই সেই সংক্রান্ত নথি পায়নি।

ফাইল চিত্র

বৃহস্পতিবার নিম্ন আদালতে আরজিকর মামলায় বিস্ফোরক দাবি তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়।আর জি কর হাসপাতালে শুধু আর্থিক দুর্নীতি নয়, পার্কিং থেকে তোলা টাকাও যেত সন্দীপ ঘোষ ও ঘনিষ্ঠদের পকেটে। এদিন এই মামলার শুনানি পর্বে সিবিআইয়ের দাবি, -‘সাক্ষীদের থেকে এমনই তথ্য পেয়েছেন তারা। হাসপাতালের ভিতরে ক্যাফে তৈরি করা থেকে শুরু করে উন্নয়নের সব কাজ করার কথা পিডব্লিউডির।কিন্তু সেই কাজ স্বাস্থ্যভবনকে না জানিয়ে আফসার আলির নিয়ন্ত্রণে থাকা সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে’।এদিন জামিনের আবেদন করা আফসারের আইনজীবী শুনানিতে জামিনের সাওয়াল করে আদালতে জানায়, -‘আফসারের বিরুদ্ধে জালিয়াতির ধারায় মামলা করা হয়েছে। কিন্তু নথিতে তা দেখা যাচ্ছে না। হেফাজতে থাকলেও আফসারকে জেলে গিয়ে জেরাও করা হয়নি’। গাড়ি পার্কিংয়ের টাকা তোলার অভিযোগে আফসারের আইনজীবীর দাবি, “আমার মক্কেলের বিরুদ্ধে বাইক পার্কিং থেকে টাকা কামানোর অভিযোগ করেছে সিবিআই। যদি তাই হয় তাহলে সেই টাকা কোথায় গেল? সেই টাকা কি পাওয়া গিয়েছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি সেই টাকা আছে? উত্তর না।”

ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুটো সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছে সিবিআই। সেই অভিযোগে আফসারের আইনজীবীর দাবি, সিবিআই সেই সংক্রান্ত নথি পায়নি। আফসারের নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। তাঁর আইনজীবী জানান, -‘আমার মক্কেলকে স্বাস্থ্যভবন সহকারি নিরাপত্তারক্ষী হিসাবে নিয়োগ করেছিল। তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত রক্ষী ছিলেন না। তবে কাজের সূত্রে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল’। এই কথা জানিয়ে আইনজীবীর প্রশ্ন, কিন্তু এখানে কী করে আফসার লাভবান হবেন? সিবিআইকে তা প্রমাণ করতে হবে।সব শুনে বিচারক জানতে চান আফসার আলিকে কে নিয়োগ করেছিল? সন্দীপ ঘোষ নাকি স্বাস্থ্যভবন?

Advertisement

Advertisement

Advertisement