• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

দ্রোহের দ্বিচারিতা! কিঞ্জল, সুদীপ্তাকে তীব্র কটাক্ষ কুণালের

আরজি কর কাণ্ডের পর আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। অভয়ার বিচার চেয়ে দুর্গোৎসবের বিরোধিতা করেছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ভোলবদল।

আরজি কর কাণ্ডের পর আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। অভয়ার বিচার চেয়ে দুর্গোৎসবের বিরোধিতা করেছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ভোলবদল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সাদরে সংবর্ধনা গ্রহণ করলেন কিঞ্জল নন্দ এবং সুদীপ্তা চক্রবর্তী। আর তারপরই এই দু’জনের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, দুর্গোৎসব খারাপ। ফিল্মোৎসব ভালো। দ্রোহের দ্বিচারিতা। নন্দন চত্বরে, শুক্রবার। কিঞ্জল, সুদীপ্তা। কোনো ব্যক্তি আক্রমণ নয়। কৌতূহল। উৎসব? বিচার? এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে যেতে সমস্যা নেই??? তাহলে দুর্গোৎসবের সময় সবরকম নেতিবাচকতা ছিল কেন?

Advertisement

এদিকে মাত্র ৬২ দিনের মাথায় কুলতলির নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় বিচার শেষ করে দোষীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। বৃহস্পতিবার জয়নগরের ঘটনায় বারুইপুর আদালত সাজা ঘোষণার পর রাজ্য পুলিশ প্রশংসিত হচ্ছে। সেই ঘটনাও মনে করিয়ে দিতে ভোলেননি কুণাল।

Advertisement

কুণাল লিখেছেন, ও! বাই দি ওয়ে, কুলতলির ধর্ষণ, খুনে 62 দিনের মাথায় আজ ফাঁসির শাস্তি হল। অতিনাটক করে সিবিআই ডেকে এনে আর জি করের বিচার শেষ হল না। অভয়ার আবেগ নিয়ে কিছু লোক ছেলেখেলা করে নিজেদের স্বার্থে কাজ চালালো। আজ ক্রমশ তা সামনে আসছে। কিঞ্জল, বিচার পেয়ে গেছে অভয়া? উত্তর না হলে, এখনও তোমাদের মিছিল চললে, তুমি চলচ্চিত্র উৎসবে কেন?

এদিকে শুক্রবার মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাতে অংশ নেন পানিহাটির নিহত চিকিৎসকের পরিবার। মিছিলে হাঁটতে হাঁটতেই অভয়ার মা বললেন, কুলতলির শাস্তির ঘটনায় অনেকটা ভরসা পাচ্ছি। আশার আলো দেখতে পাচ্ছি। মেয়ের খুনের শাস্তির দাবিতে পথে নেমেছি। আশা করি খুনিরা শাস্তি পাবেই।

Advertisement