• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেচেদায় ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠান

সভাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক কালিশংকর পাত্র। মহিষাদল ও তমলুকেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে ক্ষুদিরামের জন্ম দিবস পালন করা হয়।

নিজস্ব চিত্র

মঙ্গলবার ৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মদিনে মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ক্ষুদিরামের মর্মর মূর্তির পাদদেশে সকালে মাল্যদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেন রায়। ক্ষুদিরামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন লক্ষীকান্ত প্রামানিক, বিভাস মন্ডল, রমেশ চন্দ্র বেরা, বিপ্লব মন্ডল প্রমূখ।

সভাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক কালিশংকর পাত্র। মহিষাদল ও তমলুকেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে ক্ষুদিরামের জন্ম দিবস পালন করা হয়। এছাড়াও ছাত্র সংগঠন এ আই ডি এস ও,যুব সংগঠন এআইডিওয়াইও, কিশোর সংগঠন কমসোমলের পক্ষ থেকেও ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত করা হয়।

Advertisement

Advertisement

Advertisement