পার্থে টেস্টে হেলায় জিতেছে টিম ইন্ডিয়া। অ্যাডিলেড টেস্টে নিয়ে কিছুটা হলেও চিন্তায় ভারতীয় শিবির। কারণ গোলাপি বলে টেস্ট খেলার খুব একটা অভিজ্ঞতা নেই টিম ইন্ডিয়ার। আসন্ন টেস্টে আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভারতকে। রোহিত শর্মার দলকে মোকাবিলা করতে হবে স্কট বোল্যান্ডকে। হ্যাজেলউডের চোটের পর অস্ট্রেলিয়া দলে তার ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
অ্যাডিলেড টেস্টের আগে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের মধ্যে দুই দিনের দিবা-রাত্রির অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্বে থাকতে পারেন বোল্যান্ড। সেক্ষেত্রে ৫১৯ দিন পর অস্ট্রেলিয়া টিমে কামব্যাক হবে বোল্যান্ডের। ৬ জুলাই ২০২৩-এ শেষ টেস্ট খেলেছিলেন। ৩৫ বছর বয়সী বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে টেস্ট অভিষেক করেছিলেন। তারপর থেকে, তিনি ১০টি ম্যাচ খেলেছেন। ২০.৩৪ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন স্কট। এই সময়ের মধ্যে তাঁর ইকনমি দুয়ের কম ছিল।
Advertisement
স্কট বোল্যান্ডও ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে বোলিং করেছিলেন। প্রথম ইনিংসে ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। এই ম্যাচের দুই ইনিংসেই বিরাট কোহলিকে আউট করেছিলেন তিনি। বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে কেএল রাহুলকে সতর্কও করেছিলেন তিনি। রাহুলের বিরুদ্ধে নিজের মাঠে খেলার মজাই আলাদা বলে জানিয়েছিলেন বোল্যান্ড।
Advertisement
২০২৩-এ ভারত সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আসা বোল্যান্ড একটি টেস্ট ম্যাচে রাহুলকে বোল্ড করেছিলেন। রাহুলকে একজন দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। একই সঙ্গে বোল্যান্ড বলেন, রাহুল এমন একজন ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দাপট দেখাতে পারেন।
Advertisement



