পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করলো এক বিশেষ সাহিত্য সভা, যেখানে উপস্থিত ছিলেন দুই বাংলা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কবি সাহিত্যিকরা। উপস্থিত ছিলেন সাতক্ষীরা, বাংলাদেশের খড়কুটো পত্রিকার সম্পাদক, বিশিষ্ট কবি, সংগঠক আলী সোহরাব। দৈনিক কাফেলার সাংবাদিক, চিকিৎসক হামিদুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায়, বিশিষ্ট গল্পকার পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শুভাশিস মল্লিক সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন ৩০ জন কবি এবং সাহিত্যিক।
আলাপ-আলোচনা কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি মনগ্রাহী হয়ে ওঠে। বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সংস্থার সম্পাদক সন্দীপ রায় সাহিত্যের মাধ্যমে জাতীয় সংহতি বজায় রাখার বার্তা দেন। কবিতা পাঠ করেন বাদল মান্ডি, সুরমান আলি মল্লিক, সত্যরঞ্জন বিশ্বাস, সুদীপ্ত মণ্ডল, তন্দ্রা বসু,আনজু মনোয়ারা আনসারী, সঙ্গীতা চৌধুরী, প্রশান্ত সরেন, জ্যোতি মল্লিক, মফিজুর রহমান মফিজ, চন্দ্রানী লাহা প্রমুখ। ‘লালপাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা বিশিষ্ট কবি, প্রয়াত অরুণ কুমার চক্রবর্তীকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনও করা হয়।
Advertisement
Advertisement
Advertisement



