• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিশ্ব জলবায়ু সম্মেলনে অনুন্নত ও দ্বীপরাষ্ট্রের কক্ষত্যাগ

কপ সম্মেলনের সময়সীমা এই প্রথমই বাড়াতে হলো না। অতীতেও হয়েছে; নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হওয়ায়। মূলত উন্নত দেশগুলি তাদের মতামত সবার ওপর চাপাতে চায় আর উন্নতিশীল ও অনুন্নত দেশরা তা মানতে চায় না।

বাকুর জলবায়ু সম্মেলনের একটি দৃশ্য। ফাইল চিত্র

স্নেহাশিস সুর, বাকু

রাষ্ট্রসঙ্ঘের এবারের জলবায়ু সম্মেলন একদিন বাড়লেও অনুন্নত দেশ ও দ্বীপরাষ্ট্রের সকলে শনিবার সন্ধ্যায় আলোচনা থেকে বেরিয়ে এসেছে। মতানৈক্যের কারণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যে কর্মসূচি নেওয়া হবে, তাতে অর্থ বরাদ্দের পরিমাণ।

Advertisement

উন্নত দেশগুলির দাবি, প্রতি বছর ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ২০৩৫ সাল পর্যন্ত। আর উন্নত দেশগুলি সম্মত হচ্ছে ৩০০ মার্কিন ডলার প্রতি বছর অর্থ বরাদ্দ। তাই শনিবার সন্ধ্যায় সমাপ্তি অধিবেশনের আগে এতগুলো দেশ বেরিয়ে আসায় নিঃসন্দেহে সংকট বেড়েছে। কিন্তু এখনও কপ-২৯-এর সভাপতি আজারবাইজান প্রতি বছর ৫০০ মার্কিন ডলার ২০৩০ সাল পর্যন্ত অর্থ বরাদ্দের জন্য সকলের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।

Advertisement

কপ সম্মেলনের সময়সীমা এই প্রথমই বাড়াতে হলো না। অতীতেও হয়েছে; নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হওয়ায়। মূলত উন্নত দেশগুলি তাদের মতামত সবার ওপর চাপাতে চায় আর উন্নতিশীল ও অনুন্নত দেশরা তা মানতে চায় না। কারণ, শিল্পোন্নত দেশগুলি শিল্পোন্নয়নের নামে যেভাবে পরিবেশ দূষণ করেছে—এখন তার মূল্য চোকাতে হচ্ছে অনুন্নত এবং উন্নতিশীল দেশকে। তাই তাদের দাবি পরিবেশ উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হবে বা অন্যান্য ব্যবস্থা করতে হবে, তার দায়ভার উন্নত দেশগুলিকেই নিতে হবে।

Advertisement