মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে ‘আত্মঘাতী’ হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার ধাত্রীগ্রামের বেলকুলি গ্রামে। কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।
মৃত ছাত্রীর বাবা মনোজ বিশ্বাস বলেন, মেয়ে মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল। মাধ্যমিক পাশ করার পর মোবাইল কিনে দেব বলেছিলাম। আমি কাজে চলে যাই, ওর মা ঘরে ছিল না। সন্ধ্যায় মেয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন নিভিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। শুক্রবার ভোরে অবস্থার অবনতি হলে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। মনোজ বিশ্বাস বলেন, মোবাইল কিনে না দেওয়ায় মেয়ে যে এমন সিদ্ধান্ত নেবে ভাবতেই পারছি না।
Advertisement
Advertisement



