• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

বিচারপতি রাধাবিনোদ পালকে নিয়ে সেমিনার

কনক্লেভ বিচারপতি পালের উত্তরাধিকার এবং সমসাময়িক আইনি চ্যালেঞ্জগুলির সঙ্গে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করার জন্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস) কলকাতার বাইপাস এলাকার এক সভাগৃহে বিচারপতি ড. রাধাবিনোদ পাল এবং বিচারের জন্য কোয়েস্ট: ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক প্রভাব শীর্ষক একটি ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল কনক্লেভের আয়োজন করে।

কনক্লেভ বিচারপতি পালের উত্তরাধিকার এবং সমসাময়িক আইনি চ্যালেঞ্জগুলির সঙ্গে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করার জন্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পিএস নরসিমা এবং মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন। এছারা ছিলেন মাননীয় বিচারপতি টিএস শিবজ্ঞানম (কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি), কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মলয় ঘটক (পশ্চিমবঙ্গ সরকারের আইন ও বিচার বিভাগের মন্ত্রী)

Advertisement

ওয়াশিংটন এবং লি ইউনিভার্সিটির প্রফেসর মার্ক এ ড্রামবল, জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের প্রফেসর ভিনসেন্ট চেটেল এবং লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম শাবাসের মতো আন্তর্জাতিক পণ্ডিতরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ বিচারপতি পালের প্রপৌত্র ডঃ প্রসেনজিৎ পাল, জাপানের কনসাল জেনারেল নাকাগাওয়া কোইচি সহ অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে আলোচনায় যোগ দেন।

Advertisement

অনুষ্ঠানে বক্তৃতায় ডব্লিউবিএনইউজেএস-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ নির্মল কান্তি চক্রবর্তী, ন্যায়বিচারের প্রতি বিচারপতি পালের নির্ভীক অঙ্গীকার তুলে ধরেন এবং তাঁর আদর্শের উপর নতুন করে একাডেমিক ফোকাস করার আহ্বান জানান।

Advertisement