২০২২ সালে ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাথ পদে শপথ নিয়েছিলেন সিভি আনন্দ বোস। শনিবার, তাঁর দু’বছর পূর্ণ হল। সেই উপলক্ষে রাজভবনে দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে রাজভবনে নিজের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল। ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা এই মূর্তি তৈরি করেছেন।
রাজভবন সূত্রে খবর, শিল্পী পার্থ সাহা এক সপ্তাহ ধরে এই মূর্তি তৈরি করেছেন। মূর্তি তৈরিতে মূলত ফাইবার ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা হল, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে না দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ।
Advertisement
রাজ্যপালের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রায় ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভিনরাজ্যের অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর রায়, পূর্ণদাস বাউলের মতো বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
Advertisement
শনিবার সকালে রাজভবন চত্ত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বেশ কিছু জিনিসপত্র বিতরণ করা হবে। বিকেল ৫টায় রাজভবনের ভিতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গোয়া ফিল্ম ফেস্টিভলে সিভি আনন্দ বোসের লেখা 8টি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। ফলে মনে করা হচ্ছে, শনিবারের অনুষ্ঠানে রুপোলি পর্দার তারকারাও যোগ দিতে পারেন। দ্বিতীয় বর্ষপূর্তিতে আগেই ‘আপনা ভারত, জাগতা বেঙ্গল’ নামে এক কর্মসূচির ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Advertisement



