• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আউশগ্রামে ‘জয় জোহার’ মেলা

মেলা উপলক্ষে নানা প্রতিযোগিতা, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২০ নভেম্বর— সারা রাজ্যের সঙ্গে বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হল বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন। এই উপলক্ষে মহা সমারোহে ‘জয় জোহার’ মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর। মেলা উপলক্ষে নানা প্রতিযোগিতা, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। ছিলেন দুই সাংসদ ডাঃ শর্মিলা সরকার ও কীর্তি আজাদ। এছাড়াও জেলার সমস্ত বিধায়ক, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির জন প্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষজন।
ছবি—আমিনুর রহমান।

Advertisement

Advertisement

Advertisement