Advertisement
Advertisement
সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়লেন বিচারপতি অমরনাথ গৌড়। গত ৭ বছরে ৯১ হাজার ১৫৭টি মামলার সমাধান করে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস-এর তালিকায় যুক্ত হলেন তিনি।এই কৃতিত্বকে স্বীকৃতি দিতে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা শনিবার হায়দরাবাদের রাজভবনে বিচারপতি গৌড়ের হাতে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডস-এর ইন্ডিয়া কো-অর্ডিনেটর বিঙ্গি নরেন্দ্র গৌড় এবং লায়ন বিজয়লক্ষ্মী।
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.